About

নতুন বাংলাদেশ গড়বো মোরা

হুসেইন মুহম্মদ এরশাদ

নতুন বাংলাদেশ গড়বো মোরা

নতুন করে আজ শপথ নিলাম।

নব জীবনের ফুল ফোটাবো ২

প্রাণে প্রাণে আজ দীক্ষা নিলাম,

নতুন বাংলাদেশ গড়বো মোরা

নতুন করে আজ শপথ নিলাম।

যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন,

যেখানে থাকবে না নিপীড়ন নির্যাতন,

যেখানে থাকবে না বঞ্চনা গঞ্জনা,

সেখানে আমাদের ঠিকানা লিখলাম।

নতুন বাংলাদেশ গড়বো মোরা

নতুন করে আজ শপথ নিলাম।

মাটি আর মানুষের সমন্বয় সাধনে,

সুখ সমৃদ্ধি আসবে জীবনে,

এগিয়ে চলবো সমুখের পানে,

স্রষ্টার কাছে এই শপথ নিলাম।

নতুন বাংলাদেশ গড়বো মোরা

নতুন করে আজ শপথ নিলাম।

(দলীয় সঙ্গীত গাইবার সময় দয়া করে আপনিও অংশগ্রহণ করুন)